স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:০২ এএম, ০১ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকাঘাতে আতাউর (৩৩) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিবতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহত আতাউর জেলা শহরের হাজারিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ স্বামী-স্ত্রীর চিৎকার শুনতে পান তারা। এ সময় দৌড়ে গিয়ে দেখেন স্বামীর গলায় ছুরিকাঘাত করেছেন স্ত্রী। এতে অনেক রক্ত পড়ছে। এলাকাবাসী যুবককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রেফার করা হয় ছেলেটিকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিম জাগো নিউজকে বলেন, গত ১০ বছর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের মেসবাউল হকের মেয়ে বিলকিসের (৩০) সঙ্গে বিয়ে হয় আতাউরের। দুই কন্যা সন্তান রয়েছে তাদের। তবে গত কয়েকমাস ধরে চলছে পারিবারিক কলহ। এই দ্বন্দ্বেই বিলকিস তার স্বামীকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিলকিসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।