‘একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা মানে জাতিকে পিটিয়ে হত্যা’

সাভারে শিক্ষক হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের নানাভাবে লাঞ্ছিত ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ নওগাঁর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, প্রতাপ চন্দ্র সরকার, অধ্যক্ষ সিদ্দিকুর ররহমান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি গুলশান আরা মনি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহকারী সম্পাদক সাকিরুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, ‘একজন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা ও নির্যাতন করতে পারে তা ভাবতেই অবাক লাগে। একজন শিক্ষাগুরুকে জুতার মালা পরানো মানে পুরো শিক্ষক সমাজকে গভীরভাবে অপমানিত করা। আমরা এভাবে আর মানববন্ধনে দাঁড়াতে চাই না। আমাদের দাবি দ্রুত এসব দুষ্কৃতকারীদের কঠিন দেওয়া হোক।’
তারা আরও বলেন, ‘শিক্ষকরা জাতির বিবেক। একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা একটি জাতিকে পিটিয়ে হত্যা করার সমান। একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
সাভারে শিক্ষক হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের নানাভাবে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে এসব জঘন্যতম কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
আব্বাস আলী/এসআর/এএসএম