ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়
ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড় রয়েছে। এতে করে উচ্ছ্বসিত হোটেল ও রেস্তরাঁর মালিকরা।
শুক্রবার (১ জুলাই) সকাল থেকে আগত পর্যটকদের বেশিরভাগই ঢাকাসহ বিভিন্ন এলাকার। যারা পদ্মা সেতু পার হয়ে কুয়াকাটা এসেছে।
শ্যামলী থেকে কুয়াকাটায় ঘুরতে আসা সাব্বির জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে সকাল ৬টায় কুয়াকাটা পৌঁছেছি। এর আগেও এখানে এসেছি আগের থেকে এখন ৭-৮ ঘণ্টা সময় সাশ্রয় হয়।
আফরোজা নামের আরেক পর্যটক জানান, রংপুর থেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটা এসেছি। আজকে সৈকতে অনেক পর্যটক দেখে ভালো লাগছে। পরিবারের সবাইকে নিয়ে সৈকতে ঘুরে বেড়িয়েছি।
সৈকতের সিকদার রিসোর্ট অ্যান্ড বিলাসের পরিচালক আল-আমিন জানান, আমাদের হোটেলের সবগুলো রুম বুকিং। আশা করছি সামনের মৌসুমে পদ্মা সেতুর কারণে প্রতি বছরের চেয়ে কয়েকগুণ বেশি পর্যটক আসবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর আজ প্রথম শুক্রবার। বেশ ভালো পর্যটক পেয়েছি। মূলত এ সময়টায় পর্যটক তেমন থাকে না।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পদ্মা সেতু খুলে দেওয়ার পর পর্যটকদের আনাগোনা কুয়াকাটা সৈকতে বাড়ছে। যার কারণে আমরা সবগুলো পয়েন্টে টহল টিম বাড়ানো হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম