বাথরুমের ওপর লুকানো ছিল দেড় মণ গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০১ জুলাই ২০২২

ফেনী শহরের একটি বাড়ির বাথরুমের ওপরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১ জুলাই) সকালে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দাউদপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার একটি বাথরুমের ওপর থেকে পাঁচটি বস্তায় মোড়ানো অবস্থায় ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাসায় অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা আবদুল করিম পালিয়ে যান। পরে পুলিশ করিমের স্ত্রী আয়েশা বেগমকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, কয়েকমাস ধরে ফেনী শহরের পশ্চিম মাস্টারপাড়া এলাকায় সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন এ দম্পতি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার ওই ভাড়াটিয়া দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।