পটুয়াখালীতে হঠাৎ ঝড়ে বাবা নিহত মেয়ে আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৩ জুলাই ২০২২

পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সানিয়া আক্তার আহত হয়েছেন।

রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঝড়ে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। নিহত শাহিন মৃত খবির হাওলাদারের ছেলে।

নিহত শাহিনের খালা চান ভানু বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঘরে সানিয়া (১৭) ছিল। ঝড়ে সানিয়া ঘরের মধ্যে চাপা পড়ে। সবাই যখন তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তখন নদীর পাড়ে শাহিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। টিন উড়ে তার গলায় পড়েছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুজন আহত হলে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।