মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ জুলাই ২০২২

মানিকগঞ্জ সদরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহত ব্যক্তির নাম আশিক গাজী (২৮)। তিনি রাজবাড়ীর ব্রাহ্মণদিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

jagonews24

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে তরা সেতু এলাকায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক মারা যান। গাড়ির ভেতরে আটকা পড়েন দুই চালক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। দুই পাশে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত যান দুটি সরানের পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বি.এম খোরশেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।