শার্শা সীমান্ত থেকে ১৮ কেজি রুপা জব্দ
শার্শা সীমান্ত থেকে উদ্ধার রুপা
যশোরের শার্শায় ১৭ কেজি ৯০০ গ্রাম রুপাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বুধবার (৬ জুলাই) উপজেলার গোগা গ্রাম থেকে রুপাগুলো জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। এসময় একটি মোটরসাইকেলসহ ১৭ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৯ হাজার টাকা। জব্দকৃত মালামাল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস