হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১১:১২ এএম, ০৭ জুলাই ২০২২
ফাইল ছবি

দুই মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে বেশ কয়েক প্রকার পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে ইন্দোর ও নাসিক দুই জাতের পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। ইন্দোর জাতের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে আর নাসিক জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায়।

হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, বেশ কিছুদিন বন্ধের পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা অর্ডার দিতে শুরু করেছেন। দাম কম থাকায় চাহিদা অনুযায়ী বন্দর থেকে পেঁয়াজ কিনে নিচ্ছেন পাইকাররা।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহম্মেদ জাগো নিউজকে বলেন,কয়েক দিন আগে বাজারে ভারতীয় পেঁয়াজ ছিল না বললেই চলে। এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আগে যেখানে ৪০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল দু’দিনের ব্যবধানে এখন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ প্রকার ভেদে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আফজাল হোসেন নামের এক ভ্যানচালক জাগো নিউজকে বলেন, কয়েকদিন আগে হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম ৫০ থেকে ৫৫ টাকা উঠেছিল। ভেবেছিলাম দাম আরও বাড়বে কিন্তু ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম অনেকটা হাতের নাগালেই আছে। এতে আমাদের মতো মানুষের উপকার হয়েছে।

মো.মাহাবুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।