‘টর্চার সেলে’ অভিযান, যশোরে সাবেক ছাত্রলীগ নেতা শিপলু গ্রেফতার
‘টর্চার সেল’ থেকে দুই সহযোগীসহ যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদার দাবিতে এক ব্যক্তিকে আটকে নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে শহরের এইচএমএম রোডের জব্বার অ্যান্ড সন্স দোকানের পেছনের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ জুলাই) ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি মামলা করেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের শেখ জাহাঙ্গীরের ছেলে সাইফুল ইসলাম।
আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহরের পুরাতন কসবা এলাকার শাহজাহান কবীর শিপলু, শহরতলীর চাঁচড়া মধ্যপাড়ার ইমদাদুল হকের স্ত্রী কুলসুম ও শহরের বকচর কবরস্থান রোডের শফিকুল ইসলাম চিন্টু।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রুপন কুমার সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
পুুলিশ জানায়, বৃহস্পতবার বিকেল ৩টার দিকে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসীন সড়কে জব্বার অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩৫) অপহরণ করে দোকানের পেছনের গলিতে নেওয়া হয়। সেখানে শিপলুর কথিত টর্চার সেলে নিয়ে জনৈক কুলসুমের পাওনা টাকা আদায়ের জন্য আটকে রাখা হয়। এ সময় শাহজাহান কবীর শিপলুর নির্দেশে অজ্ঞাতপরিচয় ৭-৮ জন সন্ত্রাসী তাকে বেদম প্রহার করেন। পরে বাড়িতে খবর পাঠিয়ে ব্ল্যাঙ্ক চেক গ্রহণ ও স্ট্যাম্পে সই নেন। বিকাশ ও নগদে ৫৩ হাজার টাকাও নেন তারা।
সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং শাহজাহান কবীর শিপলুসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ব্ল্যাঙ্ক চেক, নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাতেই ভিকটিমের ভগ্নিপতি সাইফুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আল মামুন জানান, তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মিলন রহমান/এসআর/এএসএম