সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ৭ হাজার মানুষের ঈদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৫১ এএম, ১০ জুলাই ২০২২
আশ্রয়কেন্দ্রে ঈদ করছেন বন্যাদুর্গতরা

সারাদেশের সঙ্গে সুনামগঞ্জেও ঈদ উদযাপন হচ্ছে। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ঈদগাহ ময়দানে প্রথম জামাতের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। নামাজ শেষে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন।

এদিকে বন্যায় ঘরবাড়ি হরিয়ে এবং কিছু জায়গায় পানি না নামায় সুনামগঞ্জের সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর জগন্নাথপুর, দিরাই, শাল্লা উপজেলার সাত হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঈদ করছেন।

আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ জানান, বানের পানিতে ঘর বাড়ি ভেসে গেছে। এজন্য আশ্রয় কেন্দ্রেই তাদের ঈদ করতে হচ্ছে।

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ৭ হাজার মানুষের ঈদ

সুনামগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জের সাতটি উপজেলার সাত হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে এজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।