৪০ লাখ টাকার জন্য থমকে আছে দোলার চিকিৎসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ জুলাই ২০২২

মেধাবী ছাত্রী সুপ্রিয়া সাহা দোলার চিকিৎসায় ৪০ লাখ টাকা প্রয়োজন। এত টাকার জোগান দিতে পারছে না পরিবার। এ জন্য সমাজের সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন দোলার বাবা অনিমেষ কুমার সাহা।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা সুপ্রিয়া সাহা দোলা ২০১৯ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২১ সালের ডিসেম্বরে প্রফেসর বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে যান।

দোলার বাবা অনিমেষ কুমার সাহা বলেন, চলতি বছরের ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় করে তার শরীরে সিভিয়ার অ্যাপ্লাষ্টিক অ্যানিমিয়াসহ ক্লিনিক্যাল পিএনএইচ ধরা পড়ে। চিকিৎসকরা জরুরিভাবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান করতে পরামর্শ দেন। বর্তমানে সে ঢাকার আসগর আলী হাসপাতালের প্রফেসর মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, দুই ছেলে-মেয়ের মধ্যে দোলা বড়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার সঞ্চয় দিয়ে মেয়েকে দক্ষিণ কোরিয়ায় পড়াশুনার জন্য পাঠিয়েছিলাম। হঠাৎ বড় রোগ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ট্রান্সপ্লান্ট করতে প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন হবে।

এছাড়াও অন্যান্য খরচ তো আছে। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হৃদয়বান মানুষেরা এগিয়ে এলে আমার মেধাবী মেয়েটি জীবন ভিক্ষা পাবে। আমি সামর্থবানদের কাছে সহায়তা প্রার্থনা করছি।

মিলন রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।