বন্যার্তদের মাঝে কোরবানির মাংস বিতরণ করলেন ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১০ জুলাই ২০২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন বাড়িঘরে থাকা বানভাসি মানুষকে কোরবানির মাংস ও বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

রোববার (১০ জুলাই) বিকেলে এ কোরবানির মাংস বিতরণ করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর, দোয়ারাবাজারের আমবাড়ীসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী এবং বন্যার্ত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস ও ঈদের উপহারসামগ্রী হিসেবে পোলাও চাল, তেল, পেঁয়াজ, মাংসের মসলা, সেমাই, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বন্যার্ত মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।