যশোরে ঈদগাহের পাশে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ জুলাই ২০২২

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে মসজিদ কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার (১০ জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি মেম্বার হাসান আলী (৩৬), একই গ্রামের নুর ইসলামের ছেলে রহমত উল্লাহ (৬২) এবং নজরুল ইসলামের দুই ছেলে নাসির উদ্দিন (৩৭) ও আবদুল ওয়াদুদ (৪৫)। তাদের সবার বাড়ি উপজেলার জিরেনগাছা গ্রামে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঈদুল আজহার জামাতের পর ঈদগাহ মাঠ সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন আলা। এ সময় সাবেক মেম্বার হাসান আলীর সমর্থকরা তার বক্তব্যে বাধা দেন। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়।

jagonews24

এক পর্যায়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করে চলে যান। পরে দুই পক্ষের লোকজন ঈদগাহের পাশে জিরেনগাছা-নাভারন রোডে লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতংক সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের চারজন আহত হন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলেও জানান তিনি।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।