নেত্রকোনায় পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে আল আমিন (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের একটি পুকুর থকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল আমিন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদেরদিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হন। তখন তিনি ঢাকা থেকে গ্রামে ঈদ করতে আসা বন্ধু শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছেন বলে বের হন।
সোমবার সকালে আল আমিনের পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা খোলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই জানায়, রাতে ভাই বাসায় আসেননি। পরে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেয়। পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এসময় স্থানীয়রা পুকুরে জাল ফেললে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের বন্ধু শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।
এইচ এম কামাল/এমআরআর/এএসএম