কি‌শোরগ‌ঞ্জে মাদরাসাশিক্ষককে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ
প্রকাশিত: ০৬:১০ এএম, ১২ জুলাই ২০২২
আহত মাদরাসাশিক্ষক লুৎফুর রহমান

কি‌শোরগ‌ঞ্জে দুর্বৃত্ত‌দের ছুরিকাঘাতে লুৎফুর রহমান না‌মে এক মাদরাসাশিক্ষক আহত হ‌য়ে‌ছেন।

‌সোমবার (১১ জুলাই) রাত সা‌ড়ে ৮টার দি‌কে সদর উপ‌জেলার মা‌রিয়া ইউনিয়‌নের বি‌সিক শিল্পনগর এলাকায় নি‌জের বাসার ছা‌দে দুর্বৃত্তরা তা‌কে ছুরিকাঘাত ক‌রে।

আশংকাজনক অবস্থায় তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার বু‌কে তিন‌টি ছুরিকাঘাত করা হয়।

লুৎফুর রহমান শহ‌রের জা‌মিয়া ইমদা‌দিয়ার মুহা‌দ্দিস ও স্থানীয় কাচা‌রি বাজা‌রের ইমাম।

প্রাথ‌মিকভা‌বে ছু‌রিকাঘা‌তের কারণ ও কারা জ‌ড়িত এ বিষ‌য়ে কিছুই জানা যায়‌নি। খবর পে‌য়ে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

‌কি‌শোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে ব‌লে জানান তিনি।

নূর মোহাম্মদ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।