মোংলায় বিদেশি জাহাজ ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৪ জুলাই ২০২২

বাগেরহাটের মোংলায় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকরা হরেন- মো. মুন্না তালুকদার (২২), মোবারেক খাঁ (৩০), শামসু ব্যাপারী (৩০), আনসার খাঁ (৪০), হারুন (৪৫), ইমামুল ব্যাপারী (২৩) ও শাওন (১২)।

খন্দকার মুনিফ তকি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বন্দরের বোর পয়েন্টে নোঙ্গররত এমভি ব্লু মার্লিন শিপে ডাকাতির চেষ্টা করে কয়েকজন যুবক। বিষয়টি কোস্ট গার্ডকে জানালে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের সঙ্গে থাকা নৌকা তল্লাশি করে চাপাতি, দা, কুঠার, অতিরিক্ত ব্লেডসহ করাত ইত্যাদি, দড়ি কাটার সরঞ্জাম, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।