মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৫ জুলাই ২০২২
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়

বাগেরহাটের মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামের বাসিন্দা দিনমজুর দেলোয়ার শেখের ছেলে মো. জীম ও তার ভাইয়ের লাভলু শেখের (২৫) মেয়ে বৃষ্টি (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজনই বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক ফাঁকে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে যায় তারা। পরে বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করেন তার বাবা দেলোয়ার। পরে ভাইয়ের ছেলে লাভলুর মেয়েকে পুকুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। দুই শিশুকে শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম মজুমদার মৃত ঘোষণা করেন।

ডা. অনুপম বলেন, পুকুরে ডুবে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসে পরিবার।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।