সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত
পাবনার সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন (৫২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী।
শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে বিষ্ণুপুর পূর্বপাড়া মাঠের ওপর দিয়ে যাওয়া রেল লাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিলুফা খাতুন স্বামী শহিদ আলীর জন্য রেল লাইনের পাশ দিয়ে হেঁটে তার খাবার নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে লাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় তিনি নিহত হন।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস