সোমেশ্বরীতে নৌকা ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৬ জুলাই ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বাল্কহেড ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ যুবক উজ্জ্বল হোসেনের (২৮) মরদেহ শনিবার সকাল ৭টার দিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই উপজেলার রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে সোমেশ্বরী নদী দিয়ে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্চিনচালিত নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায়। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী এলাকায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা পাড়ে উঠতে পারলেও উজ্জ্বল হোসেন ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে পূর্বধলা ফায়ার স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ডুবুরিদল ডাকা হয়। পরে জামালপুর থেকে আসা ডুবুরিদল শুক্রবার রাতে দেড় ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ উজ্জ্বল হোসেনের মরদেহ উদ্ধার করতে পারেনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিবিরুল ইসলাম বলেন, শনিবার সকাল ৭টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে ১০০ ফুট দূরে উজ্জ্বল হোসেনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় এখানো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এইচ এম কামাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।