হবিগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে মোশাররফ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার আষেঢ়া ফান্দ্রাইল গ্রামে এ ঘটনা ঘটে। মোশাররফ ওই গ্রামের দুবাই প্রবাসী শাহীন মিয়ার ছেলে।
হবিগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে মোশাররফকে ভাসতে দেখে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম