কিশোরগঞ্জে বিলে নৌকাডুবে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৬ জুলাই ২০২২

কিশোরগঞ্জের যশোদলে বিয়েতে গিয়ে নৌকাডুবে জুঁই (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে বাড়ির পাশের বিলে ডুবে তার মৃত্যু হয়।

জুঁই শহরের হয়বতনগর এলাকার মো. হোসেন মিয়ার মেয়ে। তিনি কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

কলেছাত্রীর চাচা মলু মিয়া জানান, ছোট ভাইয়ের শালার বিয়েতে যোগ দিতে শুক্রবার বিকেলে আত্মীয়দের সঙ্গে যশোদলে যান জুঁই। সকালে বিয়ে বাড়ি থেকে পাশের বিকেল নৌকা নিয়ে ঘুরতে বের হয় সে। এসময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে পানিতে নিখোঁজ হন জুঁই। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাওদ জানান, মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

নূর মোহাম্মদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।