নারীসহ পাচার ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল, যশোর
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২২

চাকরির প্রলোভনে দুই বছর আগে ভারতে পাচারের শিকার হওয়া বাংলাদেশি দুই পুরুষ ও এক নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

পাচারের শিকার তিনজন হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্বগঙ্গা বারদী গ্রামের জীতেন্দ্রনাথ সরকারের ছেলে রতন চন্দ্র দাস (২৯), একই এলাকার খোরশেদ শেখের মেয়ে তৃষা আক্তার সোনিয়া (৩৪) ও কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগর গ্রামের মতি শেখের ছেলে আলমগীর হোসেন (২৩)।

জানা যায়, দালালের খপ্পরে পড়ে ভালো কাজ পাওয়ার আশায় দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তারা। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাঁই হয় মানবাধিকার সংস্থা ‘ফরেন ডেনটোয়েন সন্ধিকপা সেন্টার হোমে’। এরপর দুদেশের সরকারের চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা তিন বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।

এনজিওটির বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মো. জামাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।