ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো চাচাতো ভাই-বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ জুলাই ২০২২

যশোরে মাটিবাহি ট্রলির চাকায় পিষ্ট হয়ে চাচাতো ভাই-বোন নিহত হয়েছে।

রোববার (১৭ জুলাই) সকালে সদর উপজেলার রুপদিয়ার জিরাট গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।

নিহত শিশু জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলেন। তিনি খেয়াল করেননি পেছনে কেউ আছে কি না, যখন গাড়ি পেছনের দিকে নিতে যান তখন চাকায় বাঁধা অনুভব করেন। বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছিলেন। তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার মেয়ে জাহিয়া আর আমার ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে লেগে আছে।

তিনি আরও বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির একটা ব্যাপক আওয়াজ হয়; সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পায়নি।

এদিকে একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।