গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) উপজেলার মালিবাড়ি ইউনিয়নের টোনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল আজিজ রহমানের ছেলে।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মো. রাসেল জানান, আব্দুল আজিজ ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালান। রোববার রাতে ঘরে অটোভ্যানটি চার্জে দেন। সকালে রাসেল মিয়া বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে ওই ঘরে যায়। এসময় ব্যাটারির চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু রাসেলের মৃত্যু হয়।
আরএইচ/এএসএম