পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২২
সংঘর্ষে নিহত যুবক লিটন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে লিটন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (১৮ জুলাই) দুপুরে সাতজনকে আটক করেছে পুলিশ। নিহত লিটন উপজেলার বনগ্রাম ইউনিয়নের মাইজহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বনগ্রাম ঘিলাকান্দি গ্রামের ফারুক ও বাদলের লোকজনের সঙ্গে একই এলাকার মহিউদ্দিন ও মামুনের লোকজনের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে অনেক দিন ধরে বিরোধ ছিল।

রোববার মাঝরাতে ঘিলাকান্দি বাজারে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের দায়ের কোপে লিটন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদৎ হোসেন জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।