ট্রলার থেকে খালে পড়ে কিশোরের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলার থেকে খালে পড়ে ইয়াছিন জোমাদ্দার (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ইয়াছিন ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রামের কৃষক নুরুজ্জামান জোমাদ্দারের ছেলে।
ইয়াছিনের মা সাহিদা বেগম জানান, তার ছেলে সোমবার ইন্দুরকানি থেকে ট্রলারে করে কলা বিক্রির উদ্দেশ্যে মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজারে যান। সেখানে ট্রলারটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ইয়াছিন খালে পড়ে যায়।
ইউপি সদস্য নাসির হাওলাদার জানান, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রাতেই ঘটনা স্থলে আসে। কিন্তু তাদের সঙ্গে ডুবুরি দল না থাকায় উদ্ধার চালাতে পারেনি। এ সময় স্থানীয় কিছু যুবক খালে নেমে তাকে খুঁজতে থাকে। রাত ১১টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করেন তারা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ইয়াছিনের মৃত্যু দুর্ঘটনাজনিত। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই বিষয়টি যাচাই-বাছাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসজে/জেআইএম