আ’লীগ নেত্রীর বাসায় ঢুকে টাকা-স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২১ জুলাই ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজেরা বেগমের বাসায় ঢুকে তাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের সদস্যরা।

গ্রেফতাররা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নতুনবাজার এলাকার মো. সোহেল (৩৪) ও একই এলাকার সাজন।

গ্রেফতারের পর বুধবার গাজীপুর আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠান বিচারক।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুরের পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, গ্রেফতার দুই আসামি পূর্বপরিকল্পিতভাবে ২০২০ সালের ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোনাবাড়ি থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজেরা বেগমের বাসায় যান। তার সাক্ষাৎকার নেওয়ার কথা বলে কৌশলে বাসায় প্রবেশ করেন তারা। পরে পিস্তলের ভয় দেখিয়ে ওই নেত্রীর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে পিবিআই কর্মকর্তা মাকছুদের বলেন, ওইদিন নেত্রীর বাড়ির গেটে চারজন মাস্ক পরা লোক ফুলের তোড়াসহ তাকে ডাকাডাকি করেন। তিনি এগিয়ে এসে গেট খুলে জিজ্ঞাসা করেন ‘আপনারা কারা? তখন আসামিরা বলেন, ‘আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের লোক। করোনা সম্পর্কে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি।’ পরে হাজেরা বেগম ওই ব্যক্তিদের বাসায় প্রবেশ করতে দেন।

পিবিআইয়ের এই পুলিশ সুপার আরও বলেন, একপর্যায়ে তাদের একজন নেত্রীর কক্ষে প্রবেশ করে সঙ্গে থাকা পিস্তল বের করে তাকে ভয় দেখান। তার হাত-পা বেঁধে আলমারির চাবি নিয়ে নগদ তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণ লুট করে নিয়ে যান। এ ঘটনায় নেত্রী হাজেরা বেগম বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। থানা পুলিশ দীর্ঘদিনেও মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারায় পিবিআই মামলার তদন্ত করে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।