পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২১ জুলাই ২০২২

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের মমিন ফকির বাড়ির মেহেদি হাসানের ছেলে মো. নুহান তুর (৯) ও বেলাল হোসেনের ছেলে মো. ইহাব হোসেন (৮)

তারা দুজনই মাদরাসার ছাত্র ও সম্পর্কে মামা-ভাগনে। একজন ঢাকার একটি হেফজ মাদরাসায় পড়াশোনা করতো। অন্যজন উত্তর কাশিমপুর ইসলামিয়া দাখিল মাদরাসার নুরানি বিভাগের ছাত্র ছিল।

পারিবারিক সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় নুহান ও ইহাব। দুপুরে কোনো একসময় তারা দুজনই পানিতে ডুবে মারা যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। একপর্যায়ে তারা পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভুইয়া জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।