অপহরণের ২২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২১ জুলাই ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় অপহরণের ২২ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুলাই) রাতে গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণে জড়িত অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জুয়েল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল মিয়া নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। বিভিন্ন সময় জুয়েল মিয়া তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। জুয়েল বিবাহিত ও তিন সন্তানের জনক। উত্যক্তের বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। এ নিয়ে পরিবারের লোকজন জুয়েলকে জিজ্ঞাসা করলে তিনি আরও ক্ষিপ্ত হন। গত ২৯ জুন সকালে ওই ছাত্রী তার জন্মনিবন্ধন সংশোধনের জন্য বাড়ি থেকে বের হয়। পথে উপজেলা মোড় এলাকা থেকে জুয়েল তার লোকজন নিয়ে ছাত্রীকে অপহরণ করেন। ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ছয়জনের নামে থানায় মামলা করেন। পরে বুধবার সন্ধ্যায় সালনা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, গ্রেফতার জুয়েলকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালত ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।