ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২২ জুলাই ২০২২
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হুয়ামুন কবীর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতেরদোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। তিনি রায়খলা গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ধূলদিয়া এলাকায় হাজী শামসউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে সতরদোন গ্রামের ছেলেরা খেলতে আসে। এ সময় রায়খলা গ্রামের ছেলেরাও মাঠে খেলতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে শুক্রবার সকালে দেশিয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের মানুষ। এসময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদৎ কবীর জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।