টাঙ্গাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ফাঁকা গুলি-টিয়ারসেল নিক্ষেপ
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। এ সময় পুলিশসহ বিএনপির আটজন নেতাকর্মী আহত হন।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয় ধনবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। বাঘিল এলাকায় একটি গ্রুপের নেতাকর্মীরা সম্মেলনের বিপক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। একপর্যায়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থা করে প্রতিবাদ জানালে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ও তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী আহত হন।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ বলেন, নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় নেতাকর্মীরা বাধা দেন। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনজন নেতাকর্মী গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস