জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচবিবি উপজেলায় ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক শ্রী জিতেন হাওলাদার (৬০) ও ভ্যানযাত্রী ইলিয়াস হোসেন (৭০) এবং আক্কেলপুর উপজেলায় মাটি বোঝাই মেসি ট্রাক্টর উল্টে রায়হান হোসেন (২২) নামে এক চালক রয়েছেন।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে আক্কেলপুর উপজেলার সোনামুখির ভদ্রকালী গ্রামে এবং সকালে পাঁচবিবি উপজেলার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা রায়হান নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে। আর ভ্যানচালক পাঁচবিবি উপজেলার জিতেন শিমুলতলী গ্রামের শ্রী ওপেন হাওলাদারের ছেলে এবং ভ্যানযাত্রী ইলিয়াস হোসেন একই উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছিমির উদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটের দিকে ট্রাকটি যাওয়ার সময় অপরদিক থেকে আসা চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয়। জিতেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ন্থানান্তর করলে দুপুরে সেখানে তিনি মারা যান। ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করা হয়েছে।
আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, শুক্রবার দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী সংস্কারে ব্যবহৃত মাটি শ্রমিকরা মেসি ট্রাক্ট্ররে তোলে। ট্রাক্ট্ররের ইঞ্জিন চালু করে রওনা দেওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সামনের ইঞ্জিন উপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালকের আসনে থাকা রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
রাশেদুজ্জামান/এএইচ/জিকেএস