লোডশেডিংয়ে নাকাল মোংলা হাসপাতালের রোগী-স্বজনরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২২ জুলাই ২০২২

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। জরুরি বিভাগে মোবাইল ও টর্চ লাইট ধরে রোগীদের সেলাই ও ড্রেসিংয়ের কাজ করা হচ্ছে। হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ (জেনারেটর অকেজো) ব্যবস্থা না থাকায় রোগী দেখছেন অন্ধকারেই।

হাসপাতালে চিকিৎসারত মো. আসলাম বলেন, বার বার বিদ্যুৎ যাচ্ছে। এতে সুস্থ হওয়ার জায়গায় আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। গরমে খুব খারাপ লাগছে।

রোগীদের স্বজন মো. জাকির জানান, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই বার বিদ্যুৎ চলে গেছে। এতে শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ নানা বয়সের রোগীদের কষ্ট হচ্ছে। সুস্থ হওয়ার চেয়ে গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন তাদের রোগীরা। সেই সঙ্গে তারাও ভোগান্তিতে পড়ছেন।

jagonews24

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী সোহাগ হাওলাদার বলেন, দুর্ঘটনায় আমার ঠোট কেটে যায়। হাসপাতালে এসে দেখি বিদ্যুৎ নেই, চিকিৎসকেরা মোবাইলের লাইট ধরে সেলাই দিয়েছে। ঠিকঠাক হয়েছে কিনা জানি না। আমার পাশের এক রোগীকেও অন্ধকারে ড্রেসিং করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফসানা নাইমা হাসান বলেন, লোডশেডিংয়ের কারণে হাসপাতালে রোগী দেখা, সেলাই-ড্রেসিং করা ও ভর্তি থাকা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালে টিকাসহ অন্যান্য মেডিসিনও নষ্টের উপক্রম হয়ে পড়েছে।

পিডিবির মোংলা আবাসিক প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, প্রতিদিন দিন-রাত মিলিয়ে দেড় ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।