ভাগাড়ে ফেলা কার্টন খুলতেই বেরিয়ে এলো কাটা পা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২২ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাগাড় থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পাটি আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী কোনো ব্যক্তির।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে কর্তিত এ পা উদ্ধার করা হয়। পরে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ সিংহ জাগো নিউজকে কর্তিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরের পর থানায় ফোন আসে জেলা শহরের পূর্ব মেড্ডায় তিতাস নদীর তীরে একটি কাটা পা পাওয়া গেছে। এ খবরে থানা থেকে আমাকে সেখানে পাঠানো হয়। সেখানে এক টোকাই কিশোর জানায়, ভাগাড়ে জিনিসপত্র কুড়ানোর সময় সে একটি কার্টন পায়। কার্টনটি খোলার পর এর ভেতরে একটি পা পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা থানায় খবর দেন।

এসআই প্রতাপ সিংহ আরও বলেন, ‘পাটি আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী কোনো ব্যক্তির। আমরা তা উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠাই। সেখানে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বিকেলে মাটিচাপা দেওয়া হয়।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।