ইউনিয়ন পর্যায়ে কক্সবাজার আ’লীগে প্রথম নারী সভাপতি কাজল
ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগে প্রথম নারী সভাপতি পেল কক্সবাজার। শনিবার (২৩ জুলাই) কাউন্সিলে সরাসরি ভোটে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল।
সভাপতি পদে আশরাফ জাহান চৌধুরী কাজল আনারস প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন পর্যায়ে প্রথম কোনো নারী সভাপতি নির্বাচিত হন আশরাফ জাহান কাজল। তার মাধ্যমে জেলা নারী নেতৃত্ব আরও বেগবান হবে আশা করছি।
সায়ীদ আলমগীর/আরএইচ