অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৩ জুলাই ২০২২
গ্রাম পুলিশ সদস্য ইমামুল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘোষপুর ইউনিয়নে এক গৃহবধূর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) ইমামুলকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২২ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ও শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে পরকীয়ার জেরে চৌকিদার ইমামুল ওই নারীর ঘরে যান। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে আটক করে। শনিবার সকালে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে শনিবার সকালে তাদের উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় তাদের অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুপুরে ২৯০ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবাব হোসেন ইমরান জাগো নিউজকে বলেন, পুলিশ আদালতে পাঠানোর পর বিকেলে জরিমানা দিয়ে তারা ছাড়া পান।

এন কে বি নয়ন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।