ফরিদপুরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে মামলা
ফরিদপুরে ১৭ বছর বয়সী এক কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে শামীম মুন্সী (৩১) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) ওই গৃহপরিচারিকার মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। অভিযুক্ত শামীম ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী শামীম মুন্সীর বাড়িতে দিনের বেলা গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। রাতে নিজ বাড়িতে চলে যায়। শামীম মুন্সি বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা বলে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন।
বেশ কিছুদিন আগে বাড়িতে কেউ না থাকার সুবাদে শামীম গৃহপরিচারিকার শ্লীলতাহানি করেন এবং মোবাইল ফোনে নগ্ন ছবি তুলে রাখেন। এ বিষয়ে কাউকে না জানানোর জন্য শামীম হুমকি দেন। ফলে ওই কিশোরী বিষয়টি গোপন রাখে।
এরপর শামীম ওই কিশোরীকে মোবাইলে ধারণকৃত ছবি দেখিয়ে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০২১ সালের ২ জুন বেলা ১১টার দিকে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ছবি ভাইরাল হওয়ার ভয়ে কিশোরী এ বিষয়টি বাড়ির কাউকে জানায়নি। এরপর থেকে শামীম নিজ বাড়ি ও বিভিন্ন জায়গায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করতে থাকেন।
১৯ জুলাই দিনগত রাত ৩টার দিকে শামীম কিশোরীর বাড়িতে ঢুকে ধর্ষণ করতে গেলে তার মা ও বাবা টের পেয়ে যান। পরে শামীম পালিয়ে যান। এ নিয়ে কিশোরীর বাবা শামীমের বাড়িতে গিয়ে বিচার চাইলে তাকে তাড়িয়ে দেন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, এ বিষয়ে শনিবার শামীমকে আসামি করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন কিশোরীর মা। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত শামীমকে আটকের চেষ্টা চলছে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম