২০ বছর পর স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ জুলাই ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দামপাড়া-গোহারা গ্রামে স্ত্রী হত্যা মামলায় নয়ন মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নয়ন পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ১০ নভেম্বর নয়ন তার স্ত্রী রেশমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যাযে বুকে লাথি মারলে রেশমা মারা যান। ঘটনার দিনই রেশমার ভাই বাদী হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় একটি মামলা করেন।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এ মামলার দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেন আদালত।

জয়পুরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।