হবিগঞ্জে ওষুধের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২২
ওষুধের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড়

হবিগঞ্জ পৌর শহরে একটি ওষুধের দোকান থেকে স্বপন বৈষ্ণব নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে পুরাতন হাসপাতাল এলাকার আল সেফা ফার্মেসির পেছনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন বৈষ্ণব কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাটুরা গ্রামের গোপেন্দ্র বৈষ্ণবের ছেলে। তিনি দীর্ঘদিন ওই ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন।

jagonews24

পুলিশ জানায়, স্বপন বৈষ্ণব ফার্মেসির পেছনের একটি কক্ষে রাত যাপন করতেন। সোমবার সকালে দোকান না খোলায় মালিকপক্ষের লোকজন অনেক ডাকাডাকির পর ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে শাটারের তালা ভেঙে খাটের ওপর তার মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জাগো নিউজকে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।