দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৭ জুলাই ২০২২
ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে নীরব রহমান (১৩) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নীরব ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও দিনাজপুর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম জানায়, বিকেল সাড়ে তিনটায় বৃষ্টি শুরু হলে সে ও নীরব বাড়ির পাশে ভিজতে বের হয়। ভিজতে ভিজতে নীরব তার থেকে একটু দূরে চলে যায়। এসময় বজ্রপাত হলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।