স্টাইল করে চুল কাটায় মায়ের বকুনি, অভিমানে কিশোরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৮ জুলাই ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে খাইরুল ইসলাম নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ জুলাই) রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চালা শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর খাইরুল ওই গ্রামের মকবুল মোল্লার ছেলে।

ঝাঐল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রাজু আহমেদ জানান, স্টাইল করে চুল কাটায় তার মা রাতে খাইরুলকে বকা দেন। বকা খেয়ে অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায়। প্রথমে তার মা মনে করেছিলেন, বাইরে প্রস্রাব করার জন্য বের হয়েছে। এরপর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।

নিহত খাইরুল ইসলামের মানসিক সমস্যা ছিল বলেও জানান ওই ইউপি সদস্য।

জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাওয়ার পরে বিস্তারিত জানাতে পারবো।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।