এক্সপ্রেসওয়েতে চাকা বিস্ফোরণে প্রাইভেটকার দুর্ঘটনা, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৮ জুলাই ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চাকা বিস্ফোরণ হয়ে প্রাইভেটকার দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এক্সপ্রেসওয়েতে চাকা বিস্ফোরণে প্রাইভেটকার দুর্ঘটনা, আহত ২

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেটকারটির চাকা হঠাৎ ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকসহ আরেকজন সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।