সিরাজগঞ্জে পুকুরে মিললো নারীর মরদেহ
সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লুৎফর রহমান নামের স্থানীয় একজন জানান, পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুকুর পাড়ে একটি ঝুলি পড়েছিল।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় শনাক্তে সিআইডি নমুনা সংগ্রহ করছে।
আরএইচ/