ফের ইউএনও আনোয়ার হোসাইনের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ জুলাই ২০২২
ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টার পর থেকে ওই সরকারি নম্বরটি ক্লোন করা হয়। কয়েকজন ব্যক্তির কাছ থেকে ইউএনও তার নম্বর ক্লোন করে চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এরপর তিনি নিজেই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের গ্রুপে একটি বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং কোনো প্রতারকের কথায় কাউকে টাকা পয়সা না দেওয়ার অনুরোধ জানান।

ইউএনও আনোয়ার হোসাইন বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ইউএনও ফেনী সদর নামের ফেসবুক গ্রুপে সতর্কতা বিজ্ঞপ্তি দেই।’

আনোয়ার হোসাইন ফেনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ জুন যোগদান করেন। পরদিনই ৭ জুন প্রথম দফা তার সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন লোকজনের কাছ থেকে নানা অজুহাতে টাকা দাবি করেন। তখনো সময় মতো বিষয়টি জানাজানি হলে প্রতারক চক্রকে ঠেকানো সম্ভব হয়েছিল।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।