সিরাজগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জে বজ্রপাতে জমিলা বেগম (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিলা ওই এলাকার খাজেম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্য পাশের বাড়ি থেকে ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জমিলা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি তাড়াশের হাড়িসোনা গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ পৌছলে বিস্তারিত জানাতে পারবো।
এমআরআর/এমএস