শৈলকুপায় অস্ত্রসহ নৌকা প্রার্থীর ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩১ জুলাই ২০২২
নৌকা প্রার্থীর ছেলে হাসিব আহমেদ ও জব্দ অস্ত্র

ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদসহ ১১ জনকে আটক করা হয়। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে, এজন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনকে ঘিরে রাতে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ডের জন্য এগুলো বহন করছিল। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কি না আমার জানা নেই।

এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ জাগো নিউজকে বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’

বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু জাগো নিউজকে বলেন, হাকিম আহমেদের ছেলে হাসিবসহ বেশ কিছু ছেলে কয়েকদিন ধরেই এভাবে গাড়িতে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না দিতে হুমকি দিয়ে আসছে। আজকে তারা আটক হয়েছে। তাদের উদ্দেশ্যই ছিল আমার ওপর ও আমার কর্মীদের ওপর হামলা করা।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার সময় তাদের কাছ থেকে এগুলো জব্দ হয়নি, গাড়িতে ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।