লক্ষ্মীপুরে ২ জামায়াত নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ৩১ জুলাই ২০২২
নাছির উদ্দিন মাহমুদ ও মমিন উল্যাহ পাটওয়ারী

লক্ষ্মীপুরে জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছেন, শনিবার (৩০ জুলাই) দিনগত রাত দুইটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতা আটক আছেন। তাদেরকে আদালতে পাঠানো হবে। তখন কী মামলায় গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।

কাজল কায়েস/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।