ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে অপহরণ, গৃহবধূ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩১ জুলাই ২০২২
প্রতীকী ছবি

ছেলের চাকরির জন্য রাজশাহী থেকে লক্ষ্মীপুরে এসে অপহরণের তিন ঘণ্টা পর এক গৃহবধূকে (৪০) উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ওই গৃহবধূর বড় ছেলে শাহিনুর অনেকদিন ধরে বেকার। বিভিন্ন স্থানে তিনি চাকরির সন্ধান করছিলেন। লক্ষ্মীপুরের রায়পুর থেকে তাকে একটি লোভনীয় চাকরির প্রস্তাব দেওয়া হয়। শনিবার বিকেলে বাসযোগে ছেলে শাহিনুর তার বোন ও মাকে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। চাকরিদাতা প্রতারক চক্রের দেওয়া ঠিকানায় পৌঁছলে শাহিনুরকে মারধর করেন। একপর্যায়ে তার মাকে অপহরণ করে নিয়ে যান। পরে শাহিনুরকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

নিরুপায় হয়ে শাহিনুর মাকে বাঁচাতে বিকাশ (নাজমার বিকাশ) নম্বরে ৪০ হাজার টাকা পাঠান। প্রতারকদের বিকাশের পিন নম্বরও বলে দেন। কিন্তু বাকি টাকার জন্য তাদের চাপ দেন। একপর্যায়ে রাত ৯টার দিকে তারা থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার পশ্চিম মাছিমপুরে ওই গৃহবধূকে ফেলে যান প্রতারকরা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

শাহিনুর রহমান বলেন, মাকে জীবিত ফিরিয়ে দিতে অপহরণকারীরা এক লাখ টাকা চেয়েছিল। কিন্তু টাকা না থাকায় পুরো টাকা দেওয়া সম্ভব হয়নি। পুলিশকে জানালে মাকে উদ্ধার করে দেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, অভিযোগের পর ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। প্রতারকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।