লক্ষ্মীপুরে ইউপি সদস্য মিরন হত্যা মামলায় যুবদল নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ইউপি সদস্য (মেম্বার) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় যুবদল নেতা সুমন পাটোয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়। সুমন দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সুমন স্বেচ্ছাসেবক লীফ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার দুপুরে তিনি শ্রীরামপুর গ্রামের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, মিরন হত্যা মামলায় সুমন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করেন। তিনি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
কাজল কায়েস/কেএসআর