ক্ষেতে পড়ে ছিল কৃষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৪ এএম, ০২ আগস্ট ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষেত থেকে আবুল কালাম (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চরএলাহী ইউনিয়নের চরযাত্রা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম চরএলাহী ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

স্থানী সূত্র জানায়, আবুল কালাম পেশায় একজন কৃষক। পাশাপাশি কবর খননের কাজ করতেন। সোমবার নিজ ক্ষেতে কাজ করতে গিয়ে সন্ধ্যার পরও বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে কাজ করার স্থানেই উপুড় অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে থানায় খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজাকে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে গরমে হিটস্ট্রোক করে তিনি মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য রেখে আসা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।